শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রোটারি ক্লাব অফ আবহমান উদ্যোগে শিবিরে আয়োজন

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রোটারি ক্লাব অফ আবহমান উদ্যোগে শিবিরে আয়োজন

 

গত তিনদিন ধরে(১৭- ১৯ জানুয়ারি, ২০২৫, শুক্রবার,শনিবার ও রবিবার)দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ১ নম্বর ব্লকের অধীন সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে রোটারি ক্লাব অব আবহমান কলকাতার পরিচালনায় এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা সহ বিভিন্ন রোটারি সংস্থার সহযোগিতায় শতাধিক উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের “RYLA” শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে যোগাসন, বসে আঁকো, নৃত্য, সংগীত, আবৃত্তি, গল্প বলা, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, ডাইরি লেখা,নাটক প্রতিযোগিতা সহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবনে প্রবেশমূলক সচেতনা কর্মশালা, সেমিনার সংগঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাহায্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রশিক্ষণ, ইত্যাদি নানা বিষয়ে সকাল ৯ টা থেকে রাত্রি নটা পর্যন্ত এই শিবির পরিচালিত হয়। শিবির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রোটারি ক্লাবগুলির ডিস্ট্রিক্ট গভর্নর তথা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রখ্যাত অধ্যাপক চিকিৎসক এবং” ইউনিট হেড ” প্রফেসর ডঃ কৃষ্ণেন্দু গুপ্ত। এছাড়াও তিনি উপস্থিত ছিলেন প্রথিতযশা বিশিষ্ট চিকিৎসক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্লাবের রোটারিয়ানবৃন্দ। প্রত্যেক অংশগ্রহণকারীকে রাইলা নমাঙ্কিত টি-শার্ট, সার্টিফিকেট, মোমেন্টো, ডাইরি ইত্যাদি তুলে দেওয়া হয়। আবাসিক এই শিবিরে প্রত্যেকটি বিভাগের সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়। ঐ সকল ছাত্র-ছাত্রীরা অসাধারণ এক অভিজ্ঞতা জীবনের সঞ্চয় করল যা আগামী দিনে তাদেরকে প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রতি বছরের ন্যায় এ বছরও এই শিবির কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn