বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষিবিদ শামীম

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন কৃষিবিদ শামীম

কৃষকের খরচ বাচাতে শতাধিক লোক নিয়ে ধান কেটে ঘরে তুলে দিলেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয় সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা ও রামপালের ১৬টি ইউনিয়নের কৃষকদের এই ধান কাটার কাজ উদ্বোধন করেন।

কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ধান কাটা কার্মসুচী জিয়াউর রহমান শুরু করেছিলেন। তার ছেলে তারেক রহমানের নির্দেশে আজ এখানে ধান কাটতে এসেছি। এর আগেও আমার নেতৃত্বে এই এলাকায় ধানকাটা কর্মসূচি পালন করা হয়েছিল। কৃষক দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন অসহায় গরীব কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিবেন।তারা যেন কোন প্রকার সমস্যার সম্মুখীন না হয় তার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন।

এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা কৃষক দলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এহতেশাম আলম মুন্সি,বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান জনি, রামপাল উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কুদরত এলাহী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn