সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত ০৫ পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত ০৫ পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

 

কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত ০৫ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান।

রবিবার (০৬ এপ্রিল) কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের এই র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত কুষ্টিয়া জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে নায়েক/২২৯ কাজী সাজ্জাদুল হক, এএসআই (সশস্ত্র) পদে, নায়েক/২২৭ মোঃ সাইদুল ইসলাম,এএসআই (সশস্ত্র) পদে, নায়েক/২২০ মোঃ ওমর ফারুক,এএসআই (সশস্ত্র) পদে, নায়েক/২২১ মোঃ ইউনুছ আলী, এএসআই (সশস্ত্র) পদে এবং কনস্টেবল/৭৪৫ মোঃ কাজী মাহাবুব তোহা, নায়েক পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn