শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় কুমারখালীতে এক কলেজছাত্রীর আত্মহত্যা

কুষ্টিয়ায় কুমারখালীতে এক কলেজছাত্রীর আত্মহত্যা

 

কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাছরিন একই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের বড়চাচা আজিবার রহমান জানান, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাই তার বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় বাবা তার সাথে রাগারাগি করেছিল। সেই অভিমানে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে নাছরিন।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকলেও মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জানান, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজী হননি নিহত কলেজছাত্রীর বাবা ও মা।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান শেখ জানান, খবর পেয়ে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বাবার ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn