সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় নদী তীর থেকে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় নদী তীর থেকে মাটি কাটায় ১লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দ নামে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে টিলাগাঁওয়ের আশ্রয়গ্রামের মনু নদীর তীরে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ১৩টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অভিযানে কুলাউড়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn