সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুয়ো পরিস্কার করতে নেমে ডুবে যায় ৩ জন, বাঁচাতে ঝাঁপ আরও ৫ জনের, প্রাণ গেল সকলেরই

কুয়ো পরিস্কার করতে নেমে ডুবে যায় ৩ জন, বাঁচাতে ঝাঁপ আরও ৫ জনের, প্রাণ গেল সকলেরই

 

 

মেলার আগে কুয়ো পরিস্কার পরিচ্ছন্ন করতে নেমেছিলেন ৩জন গ্রামবাসী। বিষাক্ত গ‍্যাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁরা। প্রতিবেশীরা বিপদে বুঝতে পেরেই তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন আরও ৫ জন। কিন্তু বিষাক্ত গ‍্যাসের বলি হয়ে মৃত্যু হল ৫ জনেরই। মর্মান্তিক ঘটনা ভারতের মধ‍্যপ্রদেশের খান্ডোয়ায়। খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে গাঙ্গৌর উৎসব ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল )। গ্রামেই একটি বড় কুয়ো রয়েছে। সেটির জল ব‍্যবহার করা হয় না। গ্রামে কোনও পুজো হলে বা উৎসব হলে প্রতিমা এবং যাবতীয় জিনিস ওই কুয়োয় ফেলা হয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের খবর, গাঙ্গৌর উৎসবের আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল ) সকালে ওই কুয়োটি পরিস্কার করার জন‍্য নেমে ছিলেন ৩ জন বাসিন্দা। কিন্তু কুয়োতে নামার পর বিষাক্ত গ‍্যাসে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। অসুস্থ হয়ে যাওয়ায় ৩ জনই ডুবতে বসেছিলেন। সেটা বুঝতে পেয়ে তাঁদের বাঁচানোর জন‍্য ঝাঁপিয়ে পড়েন আরও ৫ জন। কিন্তু কুয়োয় নেমে তাঁরাও বিষাক্ত গ‍্যাসে অসুস্থ হয়ে পড়েন। মোট ৮ জন কুয়োয় নেমেছিলেন। কেউ ফেরেননি। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু উদ্ধার কাজ শুরুর আগেই ততক্ষণে ওই ৮ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে প্রকাশ, ওই কুয়োয় বেশি জল ছিল না। কুয়োটি কাদা এবং পাকে ভর্তি ছিল। যে কারণে বিষাক্ত গ‍্যাস তৈরি হয়েছিল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য ও ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী লেখেন ” এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। আমি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছি।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn