
- কুয়েত প্রবাসী ফারুক,সুজন ও মজিবুর প্রবাসীদের টাকা মেরে এখন আত্মগোপনে বাংলাদেশে
ফারুক, সুজন, মজিবুর নামের প্রবাসী, নরসিংদী রায়পুরা বাড়ি, কুয়েত থেকে ১০-১৫ জন থেকে বিশাল অংক টাকা পয়সা নিয়ে কুয়েতি থেকে পলাইয়া দেশে চলে গিয়াছে , তাকে কুয়েতে জনগণ খুঁজতেছি। এ লোক মানুষের কাছ থেকে বিপুল অংকের কুয়েতি দিনার নিয়ে দেশে আত্মগোপনে আছে কারো ফোন ধরে না,এমন তথ্য জানিয়েছেন , সাংবাদিকদের কাছে, কালাম ১০০০দিনার,শাহআলম ৫০০ দিনার, জানা যায়, এই ফারুক, বিভিন্ন লোকের কাছে থেকে, বিভিন্ন কায়দায়, আনুমানিক ৬০০০ দিনার, যাহা বাংলা টাকার ১ কোটি ৮০ লাখ টাকা ,শাহ আলম জানান আমরা কুয়েতে দিনমজুর খেটে টাকা অর্জন করে, ফারুকের মতন চিটারের কাছে, ধরা খাই, এখন আমরা কোন গতি খুঁজে পাচ্ছি না, কালাম জানান, আমার বাড়িতে একটি ভিটা ছাড়া আর কিছুই নেই, এই অবস্থায় আমি যদি ফারুকের কাছ থেকে, টাকা না পাই আমার ভিটা বিক্রি করা ছাড়া আর কোন উপায় নাই। আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। অনেক কষ্ট করে না খেয়ে কত কষ্ট করি একমাএ মহান আল্লাহই জানান। আমরা আমাদের ন্যায্য হিসাব পাওয়ার জন্য কুয়েত এমবাসি ও নরসিংদির পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।