শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুয়েতে বাংলাদেশ কমিউনিটির আহবায়ক কমিটি গঠন শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা

দীর্ঘ প্রতীকার পরে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশ কমিউনিটি কুয়েত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক নির্বাচিত হয়েছেন মুরাদুল হক চৌধুরী মুরাদ ও সদস্য সচিব কামরুজ্জামান টিটু। ( শনিবার ২৪ জুন) কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ কমিউনিটি কুয়েত আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও কামরুজ্জামান টিটুর ও শামসুল হক এর যৌথ সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা জাফর আহমেদ চৌধুরী,মোহাম্মদ ইসমাইল হোসেন,বিমল কান্তি দাস,আলম উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সবায় বিপুল বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন মুরাদুল হক চৌধুরী মুরাদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান টিটু। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী উদ্দিন ও মানিক মোল্লা। নবনির্বাচিত আহবায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদ জানান, প্রবীণ ও নবীন সমন্বয়ে পূর্ণাঙ্গ করা হবে খুব শীঘ্রই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn