
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের মুখোমুখি বাংলাদেশ দল। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ।৩৭ বছর পর মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে খেলছে লাল-সবুজের দল।
১৯৮২ সালের বিশ্বকাপ খেলা দলটিকে হারিয়ে ফাইনালে ওঠাই লক্ষ্য জামাল ভূঁইয়াদের।
চোট কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন তারেক কাজী। গত ২৫ জুন গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে লিড পাইয়ে দেন তারিক। ম্যাচের ৬৭তম মিনিটে লক্ষ্যভেদ করেন ২২ বছর বয়সী ডিফেন্ডার। এরপর পায়ে চোট পাওয়ায় ৮৩তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে।
ওই ম্যাচে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় বাংলাদেশ। এরপর ভুটানকেও একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, শেখ মোরসালিন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, ইশা ফয়সাল, সোহেল রানা-২ ও রাকিব হোসেন।