বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কুম্ভ যাত্রায় বেরিয়ে ৪ পুণ‍্যার্থীর মৃত্যু ধানবাদে

কুম্ভ যাত্রায় বেরিয়ে ৪ পুণ‍্যার্থীর মৃত্যু ধানবাদে

 

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পুণ‍্যার্থীরা। ট্রাকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল একটি চার চাকাগাড়ি। তাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এই গাড়িটির পিছনে ধাক্কা মেরে আহত হলেন আরও ৬ জন যাত্রী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) গভীর রাতে দুর্ঘটনাটি হয়েছে ভারতের ঝাড়খন্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায়। মৃতদের ৪ জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর। জানা গেছে মৃতদের নাম শেখ রাজাবলী (গাড়িচালক), পিয়ালি সাহা, তেমুলি সাহা, পনোবা সাহা। মৃত ৩ মহিলা হুগলির কামারপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে প্রকাশ‍, পুণ‍্যার্থীদের নিয়ে একটি গাড়ি কুম্ভমেলায় যাচ্ছিল।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) রাত ১টায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ওই গাড়ি পিছনে ছিল আর একটি গাড়ি। সেটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পিছনে ধাক্কা মারে। প্রথম গাড়িটি ট্রাকে ধাক্কা মারার পড়ে গাড়িতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। পিছনের গাড়িতে ছিলেন ৬ জন যাত্রী। তাঁরা ও আহত হন। জানা যায়,  আহতদের সকলকে উদ্ধার করে ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ধানবাদ হাসপাতালে দেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। চেষ্টা চলছে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের। বাকি ৬ জন আহতের চিকিৎসা চলছে। সকলের নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn