শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল আটক

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তোফাজ্জল আটক

 

কুমিল্লা নগরীর চাঙ্গেনী মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার দুই মামলার আসামি সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

রবিবার (৮ জুন) দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর কোটবাড়ি রোডের চাঙ্গেনী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

আটককৃত প্রকৌশলী মো: তোফাজ্জল হোসেন একই এলাকার সুলতান আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানায় দুটি মামলা হয়। এসব মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তবে দুটি মামলায় আসামি হলেও তিনি কর্মস্থলে নিয়মিত অফিস করতেন। এছাড়াও নগরীর ১১ নং ওয়ার্ডে কাউন্সিলরদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ জুন) সকালে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn