সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা সদর দক্ষিণে সোনাইছড়ি খাল ও পাড়ের মাটি কাটার মহোৎসব

কুমিল্লা সদর দক্ষিণে সোনাইছড়ি খাল ও পাড়ের মাটি কাটার মহোৎসব

 

কুমিল্লা সদর দক্ষিণে সোনাইছড়ি খাল ও খালের পাড়ের মাটি কাটার মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায়

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি রাজনৈতিক দলের কর্মীরা দিনে-রাতে কেটে নিচ্ছে খাল ও খালের পাড়ের মাটি।

প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না মাটি কাটা। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের জঙ্গলপুরে ফসলী জমি সংস্কারের নাম ভাঙ্গিয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সোনাইছড়ি খাল পাড়ের মাটি কেটে নিচ্ছে একাধিক সিন্ডিকেট।

এই মাটি কাটার সাথে জঙ্গলপুরের শাহআলম ওরফে শাউল্লা, সামীম, নেয়ামত ওরফে লেউম্মাসহ তিনটি মাটি কাটা সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায় স্থানীয়রা।

এছাড়াও চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া বাজার সংলগ্ন সোনাইছড়ি খালের মাটি ও খাল পাড়ের গাছ কেটে নিয়ে যায় স্থানীয় একটি সিন্ডিকেট।

এই মাটি কাটার সাথে স্থানীয় ইউসুফ, মোশারফ, সমির, জাকির, সাক্কু সহ একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানায় স্থানীয়রা। আর খাল পাড়ের গাছ কেটে নিয়ে যায় টঙ্গীর পাড়ের মোহাম্মদ। প্রশাসনের অভিযানেও এই মাটি খেকোদের মাটি কাটা বন্ধ করানো যাচ্ছে না বলে জানায় স্থানীয়রা।

এছাড়াও চৌয়ারা বাজার সংলগ্ন রায়পুরে খালের মাটি কেটে নেয়ার অভিযোগ রয়েছে স্থানীয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। লুটের এসব মাটি আশপাশের বিভিন্ন ইটভাটা ও পুকুর ভরাটের কাজে বিক্রি করা হচ্ছে।

মাটি খেকোদের হাত থেকে সোনাইছড়ি খাল রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া খানম বলেন, খালের মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার বেকু ও বহনকারী গাড়ি জব্দ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অবৈধ মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। সোনাইছড়ি খাল পাড়ের মাটি কাটার সাথে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, খাল ও খাল পাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn