
কুমিল্লা সদর দক্ষিণে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
কুমিল্লা সদর দক্ষিণের অলিরবাজার এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরীফ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার জোড় পুষ্করিণী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ হোসেন (২৬) জোড় পুষ্করিণী গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঝড়ো বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুর পাড়ে আম কুড়াতে যায় শরীফ হোসেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
Post Views: ৭৭