বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু

কুমিল্লা লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু

 

কুমিল্লার লাকসামের উত্তরদা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মো. জাকির হোসেন নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার উত্তরদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মো: জাকির হোসেন (৩৭) লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ বিভাগে শিক্ষকতা করতেন। নিহত জাকির হোসেনের তিন সন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মো. জাকির হোসেন তার নিজ বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে চলে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn