মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লা লাকসামে ছুটিতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

কুমিল্লা লাকসামে ছুটিতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

 

কুমিল্লা লাকসামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুটিতে আসা এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে‌ লাকসাম উওরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত বেশ কিছুদিন আগে ঐ গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো ব্যানারটি দু’একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে ছিঁড়ে যায়। ঐদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালা-গাল করে। রাতে টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কর্মকর্তা সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশ কর্মকর্তা সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও থানা পুলিশকে খবর দেয়।

এবিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঐ এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে জানতে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন- আমি বিষয়টি শুনে আহতদের দেখতে হাসপাতালে দেখতে গেয়েছি। মামলা হলে আমরা এর যথার্থ ব্যবস্থা নেব বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn