
কুমিল্লা লাকসামে ছুটিতে আসা পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
কুমিল্লা লাকসামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুটিতে আসা এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে লাকসাম উওরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত বেশ কিছুদিন আগে ঐ গ্রামের স্বেচ্ছাসেবকদল নেতা এমরান হোসেন একটি ব্যানার টানায়। ৫ আগস্টের পর পুড়িয়ে দেয়া বেলাল মেম্বারের বাড়ির পাশে টানানো ব্যানারটি দু’একদিন আগে শিশুরা খেলার সময় ঢিল মারলে ছিঁড়ে যায়। ঐদিন সন্ধ্যায় স্বেচ্ছাসেবকদল নেতা এমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে গালা-গাল করে। রাতে টর্চের আলোয় ঘরে ফিরছিলেন ছুটিতে আসা পুলিশ কর্মকর্তা সাদ্দাম হোসেন। টর্চের আলো দূর থেকে এমরানের চোখে পড়লে সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশ কর্মকর্তা সাদ্দামের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও থানা পুলিশকে খবর দেয়।
এবিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, আহত পুলিশ সদস্যের কাটা স্থানে ৪টি সেলাই দেয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঐ এলাকায় যৌথ অভিযান চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে জানতে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন- আমি বিষয়টি শুনে আহতদের দেখতে হাসপাতালে দেখতে গেয়েছি। মামলা হলে আমরা এর যথার্থ ব্যবস্থা নেব বলে তিনি জানান।