
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
নবনির্বাচিত সভাপতি মো. রাসেল (সারা বাংলা ও দৈনিক পূর্বাশা), সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি), এবং সাংগঠনিক সম্পাদক মহিন নাসের খান রাফি (বার্তা ২৪) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব, ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাব ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের নেতৃস্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি মো. রাসেল।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অতিথিরা। গিটারিস্ট সোহেল এবং ভুষণের নেতৃত্বে একটি সাংস্কৃতিক দল গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠান কুমিল্লার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা জোগাবে এবং গণমাধ্যমের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।