বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা মুরাদনগরে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

কুমিল্লা মুরাদনগরে পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

 

কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া এলাকায় রানী বালা সরকার নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া রাস্তার পাশে বাচ্চু মিয়ার বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কামাল্লা গ্রামের হিন্দুপাড়া জয়ন্ত সাহার বাড়ির মৃত নিবারণ সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তেমুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পুকুরের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, রানী বালা সরকার মানসিকভাবে অসুস্থ ছিলো। সে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে মরদেহ শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn