শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

 

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কল্পবাস ও কাইয়ুমপুরে পৃথক দুটি ঘটনায় পুকুর ও ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস (পূর্বপাড়া) এবং একই দিনে বিকেলে কাইমপুর গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত শিশুদের মধ্যে একজন হলো নুসরাত (৮) কল্পবাস এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
অপরজন আরিয়ান (৩) উপজেলার কাইমপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে।
নুসরাতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। তার সাথের শিশুরা দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে তারা পুকুরে গিয়ে খোঁজাখুঁজির পর নুসরাতকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুসরাতের ফুফু মিনুয়ারা বেগম বলেন, ‘নুসরাত আমার ভাইয়ের মেয়ে। সে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।’
অপরদিকে, একই দিন বিকেলে কাইমপুর গ্রামে নিজ বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় শিশু আরিয়ান। কিছুক্ষণ পর পানিতে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি জানান, ‘হাসপাতালে আনার আগেই নুসরাত ও আরিয়ানের মৃত্যু হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn