সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

 

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদরে থানা পুলিশের অভিযানে বডিফিটিং অবস্থায় গাঁজা পাচারকালে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি জোনাকি আক্তার (১৯) উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টহল দিচ্ছিলেন। এসময় বোরকা পরিহিত এক মহিলার সন্দেহজনক আচরণ পুলিশের নজরে আসে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহিলা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মহিলা পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি চালিয়ে বডিফিটিং অবস্থায় ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn