কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় নিখোঁজের চার দিনপর বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
কুমিল্লা ব্রাহ্মণপাড়া দুলালপুর গ্রামে শ্যামলা খাতুন নামে মানসিক প্রতিবন্ধি বৃদ্ধা নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে করে এলাকাবাসী।
বুধবার (১১ ডিসেম্বর) জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার দুলালপুর এলাকার নিহতের বাড়ির পাশে একটি খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শ্যামলা খাতুন (৫৯) উপজেলার দুলালপুর গ্রামের মৃত আজিজ মাষ্টারের মেয়ে।
নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর (রবিবার) সকালে শ্যামলা খাতুন তার বাড়ি থেকে নিখোঁজ হয় নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখুজি ও এলাকায় মাইকিং করা হয় তাকে না পেয়ে তার ভাই ওমর ফারুক ১০ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। বুধবার সকালে শ্যামলা খাতুন এর বাড়ির সামনে পূর্ব পাশে খালের মধ্যে ভাসমান অবস্থায় এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা মৃত অবস্থায় খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ও এসআই মোঃ শাহাবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের শ্যামলা খাতুনের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে শ্যামলা খাতুনের ভাই নুরুল আমিন বলেন, আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী ছিল। ঘটনার দিন থেকে আমার বোনকে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি গত ১১ ডিসেম্বর বুধবার সকালে ভাসমান অবস্থায় আমার বোনের লাশ এলাকাবাসী দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।