শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা বুড়িচংয়ে বিজিবির অভিযান সাড়ে ৪ কোটি টাকা মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে বিজিবির অভিযান সাড়ে ৪ কোটি টাকা মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার

 

কুমিল্লা বুড়িচংয়ের ফকির বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছেন ৬০-বিজিবি খাররা বিওপির সদস্যরা।

বুধবার (১৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর রাতে সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল সীমান্তবর্তী ফকিরবাজার নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
জব্দকৃত মোবাইল ডিসপ্লের মূল্য প্রায় ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা বলে জানায় বিজিবি।
জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn