শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা বুড়িচংয়ে জঙ্গলে মিললো ১৯৬ কেজি গাঁজা

কুমিল্লা বুড়িচংয়ে জঙ্গলে মিললো ১৯৬ কেজি গাঁজা

 

কুমিল্লা বুড়িচং বাকশিমুল ইউনিয়নের জিনাইয়া এলাকার জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশের একটি দল।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউপির জিনাইয়া গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউপির জিনাইয়া এলাকায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) রাকিব ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ জঙ্গলের ভিতর লুকিয়ে রাখা ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করে।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, এঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn