সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লা বুড়িচংয়ে গোমতী নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে গোমতী নদীতে নিখোঁজের ৪ ঘন্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার

 

কুমিল্লার গোমতী নদীর বুড়িচং অংশে নিখোঁজের ৪ ঘন্টা পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮ টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১ টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লা বুড়িচং এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মৃত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাঁটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চরে যায়। দুই ভাই ঘাস কাঁটা শেষে বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামে। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে। অনেক খুজাখুজির পর বেলা সাড়ে ১১ টায় নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনস্থলে যায়, সাড়ে ১১ টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়েছে, পরিবারের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn