সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা নগরীতে নিউ যত্ন নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

কুমিল্লা নগরীতে নিউ যত্ন নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

 

কুমিল্লা ঢুলিপাড়া চৌমুহনী এলাকার নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

নিহত মো: সোহেল বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও রোগীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন রোগীরা কেন্দ্রটির ভবন ভাঙচুর করছে। এ সময় কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে কেন্দ্রটি ট্যাগ করে চলে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি অনুযায়ী কাজ করার সুযোগ পায়নি। একই ভবন থেকে ঐসময় আরও একজন রোগী, এনামুল, লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নিহত সোহেলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতনের মাধ্যমে সোহেলকে হত্যা করেছে।

ঘটনার বিষয়ে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কাজ করার সুযোগ পাইনি। বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn