সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা নগরীতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-১৪

কুমিল্লা নগরীতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-১৪

 

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা, কিশোর গ্যাং ও চোর ছিনতাই চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাতভর ও রবিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

রবিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীতে চোর ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধির প্রেক্ষাপটে কুমিল্লার পুলিশ সুপার মো: নাজির আহমেদ খানের নির্দেশ কোতোয়ালি মডেল থানা পুলিশ শনিবার রাতভর ও রবিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা, কিশোর গ্যাং ও চোর ছিনতাই চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত আসামীদের মধ্যে ৫ আগস্ট মামলার তিনজন আওয়ামী লীগ নেতাকর্মী, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও দুই ছিনতাইকারী সহ বিভিন্ন মামলায় মোট ১৪ জন আসামি রয়েছে। রবিবার দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn