
কুমিল্লা নগরীতে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-১৪
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা, কিশোর গ্যাং ও চোর ছিনতাই চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (১০ মে) রাতভর ও রবিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
রবিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীতে চোর ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধির প্রেক্ষাপটে কুমিল্লার পুলিশ সুপার মো: নাজির আহমেদ খানের নির্দেশ কোতোয়ালি মডেল থানা পুলিশ শনিবার রাতভর ও রবিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা, কিশোর গ্যাং ও চোর ছিনতাই চক্রের ১৪ জনকে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত আসামীদের মধ্যে ৫ আগস্ট মামলার তিনজন আওয়ামী লীগ নেতাকর্মী, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও দুই ছিনতাইকারী সহ বিভিন্ন মামলায় মোট ১৪ জন আসামি রয়েছে। রবিবার দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান।