সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা দেবীদ্বার থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার

কুমিল্লা দেবীদ্বার থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতা পাভেল গ্রেপ্তার

 

কুমিল্লা দেবীদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার অন‍্যতম আসামি যুবলীগ নেতা পাভেল সরকারকে বক্রিকান্দি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

সোমবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ২টায় জেলার দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

আটককৃত আসামি মো. পাভেল সরকার (৩৭) উপজেলার ভানী ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের সরকার বাড়ির মো. ওয়াদুদ সরকারের ছেলে এবং ভানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাব্বির হত্যা মামলার তালিকাভুক্ত আসামি।

গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা ঘেরাওকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ মাস ৮ দিন চিকিৎসা নিয়ে গত ১৩ আগস্ট বাড়ি ফেরার পরদিন ১৪ আগস্ট সকাল ৯ টায় সাব্বির মারা যায়।

নিহত আমিনুল ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাত। তার বাবার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে এজহারভুক্ত ও অজ্ঞাতনামা ৬০/৭০জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তকালে ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.পাভেল সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn