বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা দেবীদ্ধারে ভ‍্যানচালক হত্যা মামলার আসামি বাউফলে র‍্যাবের জালে আটক

কুমিল্লা দেবীদ্ধারে ভ‍্যানচালক হত্যা মামলার আসামি বাউফলে র‍্যাবের জালে আটক

 

কুমিল্লা দেবীদ্ধারে ভ্যানচালক শফিউল্লাহকে নৃশংসভাবে চোখ উপড়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী রাসেলকে পটুয়াখালী জেলার বাউফল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (১৭ মে) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নগরের হাট এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামি মো: রাসেল মিয়া (৩৫) কুমিল্লা জেলার দেবীদ্ধার উপজেলার আন্দিরপাড় গ্রামের কিরন মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গত ৬ মে ২০২৫ ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ত্রিবিদ্যা গ্রামে মোঃ ছফিউল্লাহ (৪৩) নামে এক ভ্যান চালক নৃশংসভাবে খুন হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম ছফিউল্লাহ এর সাথে গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ রাছেল হোসেন (৩৫) এর সু-সম্পর্ক চলমান ছিল এবং এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত আসামী রাছেল ভিকটিমের নিকট হতে ৪৫০০০/- টাকা ধার নেয়। পরবর্তীতে রাছেল পাওনা টাকা ফেরত না দিয়ে ভিকটিমকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে যার ফলে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় সালিশে সমাধানের জন্য প্রস্তাব করা হলে রাছেল উক্ত টাকা ফেরত দেবে মর্মে মৌখিকভাবে জানায়। একপর্যায়ে গত ৫ মে ২০২৫ ইং তারিখ বিকালে রাছেল পাওনা টাকা ফেরত দেবে মর্মে পরের দিন ভিকটিমকে তার ভাড়াকৃত গ্যারেজে যেতে বলে। রাছেলের কথামতো ভিকটিম পরের দিন দুপরে সাড়ে বারোটায় উক্ত গ্যারেজে গেলে গ্রেফতারকৃত আসামী রাছেল পূর্ব পরিকল্পিতভাবে গ্যারেজে থাকা শাবল দিয়ে ভিকটিমের মাথা ও বুকে গুরুতর আঘাত করলে ভিকটিম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর রাছেল ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে ভিকটিমের চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আত্মগোপন করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ-৭/৫/২৫। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ রাছেল হোসেন (৩৫) এর অবস্থান পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৭ মে ২০২৫ তারিখ রাতে র‍্যাবের অভিযানে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নগরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মোঃ রাছেল হোসেন (৩৫) গ্রেফতার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn