সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝড়ে হেলে পড়ল বৈদ্যুতিক খুঁটি

কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝড়ে হেলে পড়ল বৈদ্যুতিক খুঁটি

 

কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মালিখিল এলাকায় ঝড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি মহাসড়কে হেলে পড়েছে।

শুক্রবার (৩০ মে) ভোরের দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে দাউদকান্দি উপজেলার মালিখিল ও ধীতপুরের মাঝামাঝি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে তিনটি বৈদ্যুতিক খুঁটি হেলে রাস্তার দিকে এসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল অব্যাহত আছে।
এবিষয়ে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান জানান, সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত মেরামত কাজ করার জন্য বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে।

দাউদকান্দি পল্লি বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি। লাইনটি পল্লি বিদ্যুৎ সমিতি-৩-এর অধীনে। কিন্তু খুঁটিগুলো সোজা করতে আমরাও কাজ করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn