শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা দাউদকান্দিতে শালিসি বৈঠকে শাকিল হত্যা মামলা গ্রেপ্তার-৩

কুমিল্লা দাউদকান্দিতে শালিসি বৈঠকে শাকিল হত্যা মামলা গ্রেপ্তার-৩

 

কুমিল্লার দাউদকান্দির বিটেস্বরে শালিসি বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় ঢাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৬মে) রাতে রাজধানী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরকোটা গ্রামের জাকির মোল্লার ছেলে মোহাম্মদ হাফিজ(২৫), মোহাম্মদ সাদ্দাম মিয়া(২৩) ও নায়েব আলীর ছেলে জাকির মিয়া।

শনিবার দুপুরে নিহত শাকিলের মা নিলুফা বেগম বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০জনের নামে মামলা করেছেন।

মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটা শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বাহির হয়ে যাওয়ার সময় মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ সাদ্দাম মিয়ার ছুরির আঘাতে মোঃ শাকিল হোসেন (২৮) গুরুতর আহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গত বুধবার মোটরসাইকেলকে সাইট দেয়া নিয়ে হাফিজ সিএনজি চালক হৃদয়কে মারধর করেন। হৃদয় ও নিহত শাকিল মামাতো ফুফাতো ভাই। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সালিশ বৈঠক হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn