
কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৪
কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জামসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (২১ মে) বিকাল ৪টায় পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত আসামিরা হলেন দাউদকান্দি পৌর এলাকার দোনারচর গ্রামের তাজুল ইসলামের ছেলে মহিউদ্দিন, একই গ্রামের কাউছার আহমেদের ছেলে রবিন, তালতলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুয়েল খান ও তুজারভাঙ্গা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে কাউসার।
যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি বিশেষ দল পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় মাদক ব্যবসায়ী কাউসারের বাড়িতে
অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ৪০টি সিমকার্ড, ১০টি মেমোরি কার্ড এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।