বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি আটক

কুমিল্লা দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামি আটক

 

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের ডুলিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ২২ মামলার আসামি চিহ্নিত অস্ত্রধারী মামুন সম্রাটকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম। এ সময় মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আব্দুল কাদেরকেও আটক করা হয়।

আটককৃত আসামি মো: মামুন সম্রাট কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে ও আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করছিলেন।

মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনী সুত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মামুনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। তিনি দিনের বেলায় মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এ ছাড়া তিনি প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘আটকের পর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মামুন ও তার সহযোগীকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn