সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহি বাস চাপায় রং মিস্ত্রি নিহত

কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহি বাস চাপায় রং মিস্ত্রি নিহত

 

কুমিল্লা দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাস স্ট্যান্ডের সামনে একতা পরিবহনের একটি বাসের চাপায় তাহাজ্জদ হোসেন নামের এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাহাজ্জদ হোসেন (৩৮) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল গ্রামের মৃত তৌহিদ হোসেনের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত তাহাজ্জদ হোসেন রংমিস্ত্রির কাজ শেষ করে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা হোমনাগামী একতা পরিবহনের বাস তাকে চাপা দিলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাহাজ্জদকে উপজেলা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘একতা পরিবহনের একটি বাসের চাপায় একজন রং মিস্ত্রি নিহত হয়েছেন। এঘটনায় বাস চালক ও বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn