শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা কান্দিরপাড়ে সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা

কুমিল্লা কান্দিরপাড়ে সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা

 

কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের উপর হামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।

কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক বাহারের ডান পায়ে তিনটি সেলাই লেগেছে। তার পায়ে অনেক রক্তক্ষরণ হয়েছে৷

আহত সাংবাদিক বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের ছবি ফুটেজ সংগ্রহকালে বাহার রায়হানের উপর অতর্কিত হামলা চালায় একদল দূর্বৃত্ত। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দূর্বৃত্তরা নিবৃত্ত হয়৷
তারা কারা এমন প্রশ্নে বাহার রায়হান বলেন, হামলাকারীদের তিনি চেনন না। তারা পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের লোকজন হতে পারে।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এঘটনায় এখন পযর্ন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn