শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব‍্যবসায়ী আটক

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব‍্যবসায়ী আটক

 

কুমিল্লা দাউদকান্দি ইলিয়টগঞ্জ ঢাকামুখী লেনে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি দল।

সোমবার (১৯ মে) জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের ফুটওভার ব্রীজের নিচে ঢাকামুখী লেন থেকে তাদেরকে আটক করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

আটককৃত আসামিরা হলো মোসা: রীমা আক্তার (২৭) বুড়িচং উপজেলার পোয়াত গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও শারমিন আক্তার (২৭) চাদপুর জেলার মতলব উপজেলার তালতলি এলাকার আলী আশরাফের মেয়ে।

থানা পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শাহাদাত ও সঙ্গীয় ফোর্সসহ জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের ঢাকামুখী লেনে ফুটওভার ব্রীজের নীচে দাড়িয়ে থাকা দুই মহিলার সঙ্গে থাকা দুটি ব‍্যাগে তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক চোরাচালান কাজে জড়িত থাকার অভিযোগে দুই মহিলা মাদক ব‍্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় সার্জেন্ট শাহাদাত বাদী হয়ে সোমবার রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn