
কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার। আটক-৫
কুমিল্লা বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল, ৬২ কেজি গাঁজা, বাঁজিসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সোমবার (২ জুন) সকালে জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার সালদানদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন কুমিল্লার মুরাদনগর জাহাপুর বাখরাবাদ বলগদী এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (২৭), কফিল উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৫), মৃত. নূরুল ইসলামের ছেলে মোঃ সোহেল (২৭), মৃত.মহসিন সওদাগরের ছেলে মোঃ শাখাওয়াত (৪৮) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বোলাকগ্রাম বেলাগাঁও এলাকার দুলাল ভান্ডারীর ছেলে মোঃ মফিজ (২৭)।
৬০ বিজিবি সুত্রে জানা যায়, সোমবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার এলাকায় সালদানদী বিওপির একটি টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬২ কেজি ভারতীয় গাঁজাসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করা হয়।
অপর এক অভিযানে একই দিনে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ভবেরমুড়া ও ফুলকুমারী বাজার এলাকায় বিজিবির আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় ৮৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১৩১টি ভারতীয় মোবাইল ফোন এবং ৮৯,৬০০ পিছ বাঁজি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এইসব সফল অভিযান পরিচালিত হচ্ছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।