মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ১০-বিজিবি অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার

কুমিল্লায় ১০-বিজিবি অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার

 

কুমিল্লার বুড়িচং কাবিলা বাজার থেকে তিন কোটি আট লাখ আট হাজার টাকার বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে এ তথ্য জানান,কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ রাত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি আট লাখ আট হাজার টাকা।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn