বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৩০২ পিছ ইয়াবা ও গাঁজাসহ আটক-১

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৩০২ পিছ ইয়াবা ও গাঁজাসহ আটক-১

 

কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকার তেলিয়াপুকুর পাড়ে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন ৩০২ পিছ ইয়াবা ও গাঁজাসহ সাব্বির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৯ জুন) কুমিল্লা নগরীর উত্তর চর্থা তেলিয়াপুকুরপাড় এলাকায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত আসামি ছাব্বির হোসেন কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকার শহীদ মিয়ার ছেলে।

সদর সেনাবাহিনী ক‍্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর সেনাবাহিনী ক‍্যাম্পের সদস্যরা নগরীর উত্তর চর্থা তেলিয়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩০২ পিছ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩ টি মোবাইল ফোন, একটি ট্যাব ও ২টি জাতীয় পরিচয়পত্রসহ সাব্বির নামে এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করে।

আটককৃত আসামি সাব্বিরকে কুমিল্লা কোতোয়ালি থানায় বুধবার সকালে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পালিয়ে যাওয়া ব্যক্তিদের সনাক্তকরণ ও আটক করার জন্য সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে বলে জানা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn