শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক-১

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক-১

 

কুমিল্লা ব্রাক্ষনপাড়া নাগাইশ এলাকায় র‌্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজা’সহ ১ মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে।

সোমবার (১২ মে) ভোরে জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার নাগাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামী মোঃ বিল্লাল হোসেন (৪০) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, সোমবার ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn