শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৮৮ বোতল ফেনসিডিল ও ২৫ হাজার টাপেন্টাডল উদ্ধার

কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৮৮ বোতল ফেনসিডিল ও ২৫ হাজার টাপেন্টাডল উদ্ধার

 

কুমিল্লায় ১০-বিজিবির একাধিক অভিযানে ৯৮৮ বোতল ফেনসিডিল ও ২৫ হাজার টাপেন্টাডল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কটকবাজার বিওপির বিশেষ একটি দল পাচথুবি এলাকায় অভিযান করে ৫০ লক্ষ টাকার মূল্যের ২৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গোলাবাড়ি পোষ্টের বিশেষ একটি দল পৃথক দুইটি অবিযানে দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩ লাখ ৯৫ হাজার দুইশত টাকা মূল্যের ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর কটকবাজার বিওপির একটি বিশেষ দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তের মেইন পিলার ২০৮০ থেকে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচথুবি নামক এলাকায় অভিযান করে ২৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। একই দিনে বিজিবি ১০ অধীনস্থ গোলাবাড়ি পোষ্টের বিশেষ একটি দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ দুইটি অভিযানে দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৯৮৮ বোতল ফেন্সিডিল জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বিজিবি প্রতিনিয়ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ একাধিক অভিযানে অর্ধ কোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার করেছে কটকবাজার বিওপি ও গোলবাড়ি পোস্টের বিশেষ দল। ইতিমধ্যে মাদকগুলো জব্দ তালিকা করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn