বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় পৃথক ঘটনায় যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লায় পৃথক ঘটনায় যুবকের ঝুলন্ত ও বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

 

কুমিল্লা চান্দিনায় গাছে যুবকের ঝুলন্ত ও সদর উপজেলার কালখারপাড়ে মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া কাশিমপুর ও আদর্শ সদর উপজেলার কালখরপাড় এলাকা থেকে পুলিশ পৃথকভাবে এ দুটি লাশ উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, উপজেলার মাধাইয়া কাশিমপুর এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ গাছে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, ওই ব্যক্তি ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
অপরদিকে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মহিনুল ইসলাম জানান, আদর্শ সদর উপজেলার কালখারপাড় এলাকায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn