শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে দেড় মন গাঁজাসহ আটক-২

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে দেড় মন গাঁজাসহ আটক-২

 

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় অভিনব কায়দায় পাচারকালে কাভার্ডভ‍্যান ভর্তি দেড় মন গাঁজাসহ দুই মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর ডুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলো কৃষ্ণা সরকার (৩২) চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা ও মো: মামুন মিয়া (২৮) কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আরেফুল ইসলামের নেতৃত্বে একটি দল ডুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকা বিবিরবাজার থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কমুখী একটি কাভার্ড ভ্যানকে থামিয়ে তল্লাশী করে কাভার্ড ভ্যানের মূল কম্পার্টমেন্টে কিছুই পাওয়া যায় নি৷ কিন্তু কাভার্ডভ্যানের মূল কম্পার্টমেন্টের সাথে পাটাতনের মাপে মিল না হওয়ায় পুলিশের আরও সন্দেহ জাগে। পরে পাঠাতনের নিচে লোহার তৈরি আলাদা কম্পার্টমেন্ট কেটে বের করা হয় দেড় মন গাঁজা।
উপ পরিদর্শক আরেফুল ইসলাম জানান, মাদক কারবারি কৃষ্ণা নিজেই কাভার ভ‍্যানটি চালাচ্ছিলো। তার বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে। গত তিন মাস আগে তাকে একবার গ্রেফতার করা হয় সে আবার জামিনে এসে মাদকের কারবার শুরু করেছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn