
কুমিল্লায় ডিএনসির অভিযানে ১৬ কেজি গাজাঁ উদ্ধার। নারীসহ আটক-২
কুমিল্লা বুড়িচং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় যাত্রীবাহি একতা পরিবহনের একটি তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিএনসির সদস্যরা।
আটককৃত আসামিরা হলেন মো: হোসেন মিয়া (২৯) কুমিল্লা জেলার কোতয়ালী থানার শুভপুর গ্রামের নাছির মিয়ার ছেলে। অপর আসামী শারমিন আক্তার ঞ(২০) কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের জনি মিয়ার স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি ২০২৫ বুড়িচং উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ছেড়ে আসা হোমনাগামী একতা বাস তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদ্বয় প্রথমে ভুল তথ্য দিয়ে ডিএনসি টীমকে বিভ্রান্তি করার চেষ্টা করে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মাদক পাচার করছিলো। একপর্যায়ে প্রকৃত স্বামীকে মুখোমুখি করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে। আটককৃত আসামি শারমিন তার স্বামীর অগোচরে মোবাইলের মাধ্যমে আসামি হোসেন মিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তার কৌশল হিসেবে লোকাল বাসে কুমিল্লা হতে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল। তারপর অন্যবাসে করে ঢাকা নিয়ে যেতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।