বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা

 

কুমিল্লায় জমে উঠেছে কুটির শিল্প ও বানিজ্য মেলা। বৃহৎ পরিসরে আয়োজিত মেলাটি কুমিল্লা ও আশপাশের মানুষের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে কুমিল্লা জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রামনগর ডিওএইচএস মাঠে দেশি বিদেশি নানা রকমের পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিষ্ঠানগুলো বহু রকমের পণ্যসামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায় তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে। প্রায় মাস খানেক আগে শুরু হওয়া এই মেলায় লোকজনের উপচেপড়া ভিড়।

মেলায় ছোট-বড় দুই শতাধিক স্টল ঠাঁই পেয়েছে। এসব স্টলে মিলছে বাহারি শোপিস, জুয়েলারি সেট, কুটিরশিল্প, হস্তশিল্প, মেয়েদের শাড়ী, বুটিকসের টুপিস, থ্রি-পিসসহ নানান ধরনের পণ্য। এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলনা, পোষাক, ইলেকট্রনিক্স সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ ঢাকা থেকে আগত ফুচকা, চটপটি, আচার ও বেকারি আইটেমের দোকান। বিশেষ করে নারীদের গহনার অনেক আকর্ষনীয় দোকানও রয়েছে। আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, মেজিক নৌকা, ট্রেনসহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ।

কুমিল্লা শহর ও আশপাশের উপজেলা ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের। দিনে দিনে ক্রেতা বাড়ছে, কেনাবেচাও জমজমাট হচ্ছে। মেলা শুরুর দিন থেকে এখন পর্যন্ত অসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা কুমিল্লার এই শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা ভালো হওয়ার আশা করছেন। মেলায় ঘুরতে আসা ফ্রান্স প্রবাসী জসিম উদ্দিন জানান, রাজধানী ঢাকার অনেক পণ্য কুমিল্লার এই মেলায় পাওয়া যাচ্ছে। শহরের কিছুটা বাহিরে খোলামেলা স্থানে এবারের মেলা সবাইকে আনন্দ দিচ্ছে। স্বল্পদামে সবকিছু একটি মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে।

মেলায় ঘুরতে আসা আব্দুল কাইয়ুম বাবু জানান, শুনেছি ঈদ উল আযহার পর পর্যন্ত কুটির শিল্প ও বানিজ্য মেলা থাকবে। ঈদের আনন্দের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে মেলাতেও আসা যাবে। শহরের দক্ষিণে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মেলা করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলার মেলা তদারককারী (ইভেন ম্যানেজমেন্ট) মোঃ বিল্লাল হোসেন জানান, সারা দেশের তাঁত, কুটির, বুটিকসহ বিভিন্ন দোকানীরা এতে অংশ নেয়ায় মেলা প্রাণবন্ত হয়ে ওঠেছে। মেলায় ভালো সাড়া মিলেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই মেলা। চলবে আগামী ১২ জুন পর্যন্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn