বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত-৫

কুমিল্লায় গোমতী নদীর অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় আহত-৫

 

 

কুমিল্লায় গোমতী নদীর চরে অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় শ্রমিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্য আহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাতে কুমিল্লার গোমতীর চড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, আন্দোলনকারীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ভেকু, দুটি ট্রাক্টর ও তিনটি ট্রাক আটক করে। এ সময় মাটিখেকোদের আক্রমণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আন্দোলনকারীরা জানান, ৫ আগস্ট ঘটার পরেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। আমরা দেখেছি আগস্টের বন্যায় কী পরিমাণ দুর্ভোগ আমাদের ভোগ করতে হয়েছে। আমরা চাইবো আজকের মতো অভিযান চলমান থাকবে, প্রশাসন তার সুদৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠিত করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, শুক্রবার মহানগর কমিটির সংগঠক ইনজামুল হক রানার ওপর একদল মাটিখেকো আক্রমণ করায় ছাত্র-জনতা মাটিখেকোদের বিরুদ্ধে শনিবার রাতে অবস্থান নেয়। এতে অর্ধশত ছাত্র অংশ নেয়। এ সময় মাটি কাটতে থাকা শ্রমিকরা তাদের ওপর আক্রমণ চালায়।
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক নুর হাসান বলেন, গোমতী নদীকে বাঁচাতে হলে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। মাটিখেকোদের জায়গা কুমিল্লায় হবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn