বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ঈদের দিনে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

কুমিল্লায় ঈদের দিনে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

 

কুমিল্লায় ঈদের দিনে সদর দক্ষিণের লালবাগ ও চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ ও চান্দিনা উপজেলার কাঠেরপুল এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত মো: সিয়াম (২০) জেলার মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে ও সাইফুল ইসলাম (৩৫) ভোলা জেলার চরফ্যাশনের উত্তরচর মাদ্রাজের আবেদ আলীর ছেলে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় ঈদের দিন রাতে একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দিলে সিয়াম (২০) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

অপর দুর্ঘটনাটি ঘটে চান্দিনা এলাকার কাঠের পুলে। সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে সাইফুল ইসলাম (৩৫) নামের আরেক যুবক নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সিয়ামের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn