রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুপিয়ে হত্যা

যশোরের বেনাপোলে স্ত্রী রেশমা খাতুনকে (৩০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আব্দুস সালাম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ ২৭ আগস্ট গভীর রাতে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন রেশমা। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক সালামকে আটকের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn