সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ৫ টি ইটভাটায়র কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের ঘোষনা

কুড়িগ্রামে ৫ টি ইটভাটায়র কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের ঘোষনা

 

মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি  উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ০৫ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে ভোগডাঙ্গায় অবস্থিত মেসার্স এম এইচ ব্রিকস,পূর্বকুমরপুরে অবস্থিত আর আর ব্রিকস,ঘোগাদহে অবস্থিত ফোর স্টার ব্রিকস,রসুলপুরে অবস্থিত থ্রি স্টার ব্রিকস এবং উত্তম কুমরপুর শিবেরতরে অবস্থিত বন্ধু ব্রিকস নামক ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম । এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn