শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে সফল চাষিদের পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে সফল চাষিদের পুরস্কার বিতরণ

 

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়ায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কুড়িগ্রাম খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আসাদুজ্জামান, জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা ‘দি এশিয়ানএজ’ এর রংপুর ব্যুরো প্রধান ও দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক মোঃ ইউনুস আলী,শ্যামল ভৌমিক, বাদশাহ সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মনোনীত ১২৫ জন কৃষক সফল হয়েছে। এদের মধ্যে থেকে ৫ জন সেরা কৃষক হিসেবে নির্বাচিত করে তাদেরকে পুরস্কার হিসেবে আর্থিক সম্মানী প্রদান করা হয়।

তেলজাতীয় ফসল উৎপাদনে কুড়িগ্রাম জেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছর হতে জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn