সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

কিশোর গ্যাং, রাজনৈতিক হানাহানি বন্ধ,শিক্ষা খাতে উন্নয়নে ফটিকছড়ি থেকে এমপি হতে চান আনোয়ার

ফটিকছড়ি প্রতিনিধি,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকা নিউইয়র্ক বাফেলো আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেনের স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের ব্যানারে হারুয়ালছড়ি ফাউন্ডেশন হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন,দীর্ঘদিন ধরে আমি সকল শিশুর শিক্ষা নিশ্চিত কর‍তে কাজ করে যাচ্ছি। এবং এ কাজকে আরো বেশি এগিয়ে নিতে ১৯৯৪ সালে আমি এবং আমার মায়ের নামে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলি। যেটির মধ্যে দিয়ে গরীব মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি এবং শিক্ষা সামগ্রী প্রদান করে আসছি।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন এবং আর্থিকভাবেও সহযোগিতা করে যাচ্ছি। তার একমাত্র উদ্দেশ্য হল আমার জাতির কোন শিশু শিক্ষার বাইরে থাকতে পারবে না। আমি চাই সরকার সকল মাতৃগর্ভের শিশুর দায়িত্ব নিবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত মানুষ গড়ে তুলবে। তাহলেই পরিবার, সমাজ, দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে সক্ষম হবে। তাহলে কেউ আর কারো উপর নির্ভরশীল থাকবে না, প্রত্যেকেই নিজ নিজ পেশায় স্বাবলম্বী জাতিতে রূপান্তরিত হবে। একজন সংসদ সদস্য পারে এ অবহেলিত শোষিত জনগোষ্ঠীর পরিবর্তন আনতে। এ উদ্দেশ্য সরকারি ভাবে বাস্তবায়নে লক্ষ্যে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেছি। আশাকরি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসনে নৌকা প্রতীক দিয়ে আমার এ উদ্দেশ্য বাস্তবায়নে সুযোগ করে দিবেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে অনলাইনে পুরো চট্টগ্রাম জেলায় আমিই শুধু নমিনেশন ফরম জমা করেছি। জননেত্রী শেখ হাসিনার রাজনীতিকে আমি সম্মান জানিয়ে অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করি। আমাকে যদি ফটিকছড়ির মানুষ তাদের অভিভাবক বানাই আমি নিজের এলাকায় থেকেই তৃণমূলের মানুষকে নিয়ে কাজ করবো।

তবে আমার মূল লক্ষ্য শিক্ষা হলেও এছাড়া সুশাসনপ্রতিষ্ঠা, এলাকার অবকাঠামো উন্নয়ন, সকলের সাথে সৌহার্দপূর্ণ সমন্বয় করে এলাকাভিত্তিক উন্নয়ন করবো। বর্তমান সমাজে কঠিন এক ভাইরাস কিশোর গ্যাং এর দৌরাত্ম্য, তাদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে। পক্ষান্তরে আমি দেশের নিরহ জনগণ, ব্যবসায়ী সমাজ, প্রবাসী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের জানমাল ও চলাচলের নিরাপত্তা সাথে আপনাদের ছেলে মেয়েরা নির্বিগ্নিনে স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া আসার নিরাপত্তা বিধানে আমার পদক্ষেপ থাকবে উল্লেখযোগ্য। ফটিকছড়িকে রাজনৈতিক হানাহানি থেকে মুক্ত রাখবো, সম্প্রতি ভালোবাসার বন্ধন করে ফটিকছড়ি হবে একটি পুরো বাংলাদেশের জন্য অনুকরণীয় স্বর্গরাজ্য।

এসব উদ্দেশ্য বাস্তবায়ন করতে  ২৭৯, চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনে এমপি হিসেবে নির্বাচন করতে আগ্রহী বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- হিন্দু- বৌদ্ধ- খিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শিমুল ধর, হারুয়ালছড়ি ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, ইউপি যুবলীগের সভাপতি সেকান্দর হায়দার, উপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. করিম মইনু, ইউপি সদস্য জহরুল আলম, ইউপি সদস্য মো.দিদার, মো.মামুন যুগ্ম-সম্পাদক মো. মহিউদ্দিন, মো.নুরুল ইসলাম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn