বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কাহারোল উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

কাহারোল উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করলেন
ধর্ম উপদেষ্টা

 

 

দিনাজপুরের কাহারোল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১১ টায় মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন তিনি।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেন ইসলামিক জ্ঞানের সক্ষমতা বৃদ্ধি উদ্দেশ্যে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে তিনতলা ও দশতলা বিশিষ্ট মিনারসহ ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই মসজিদে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজের সু-ব্যাবস্থা,৯’শ জন মুসুল্লির নামাজের ব্যবস্থা,ইমাম ট্রেনিং সেন্টার,দশ তলা সমান উঁচু মিনার, কনফারেন্স কক্ষ,হেফজোখানা/মক্তব,ইসলামিক ফাউন্ডেশন অফিস,লাশ গোসল করার ব্যবস্থা,প্রতিবন্ধিদের নামাজের ব্যবস্থা,বিশাল সাহান (উন্মুক্ত বসার জায়গা),সু বিশাল গাড়ী পার্কিং ব্যবস্থা,ইসলামিক বই বিক্রির কেন্দ্র,অতিথিশালা,ইমাম, মোয়াজ্জিন/খাদেম থাকার কক্ষ,ইসলামি গবেষনা কেন্দ্র,পুরুষ ও মহিলা প্রতিবন্ধিদের পৃথক টয়লেট এবং সিঁড়ির ব্যবস্থা রয়েছে জানান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.মোঃ মনজুরুল হক, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন,বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কাহারোল উপজেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা প্রমূখ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn